যৌন উত্তেজক ছবি: বিখ্যাত ফটোগ্রাফারের অকাল মৃত্যু
যৌন উত্তেজক ছবি ও কবিতার জন্য পরিচিত বিখ্যাত ও বহুল আলোচিত চীনের রিন হেংগ নামের এক ফটোগ্রাফারের অকাল মৃত্যু হয়েছে। ত্রিশ বছর বয়সে গত শুক্রবার এই ফটোগ্রাফারের মৃত্যু হয়।
মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, সেক্সুয়াল ছবির জন্য বহুল আলোচিত চীনের বিশ্ব বিখ্যাত ফটোগ্রাফার রিন হেংগ গত শুক্রবার মারা গেছেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়টি নিয়ে এখানো ধোঁয়াশা কাটেনি।

খবরে বলা হয়েছে, যৌন উত্তেজক ছবি এবং কবিতার জন্য পরিচিত এ ফটোগ্রাফার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছিলেন বেশ জনপ্রিয়। হাজার-হাজার ভক্ত ছিল তার। বিশেষ করে তরুণদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। জনপ্রিয় ফটোগ্রাফারের অকাল মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে ।
রিনের অনেকগুলো ছবি স্থান করে নিয়েছে বিশ্ব বিখ্যাত ছবি গ্যালারিতেও। এছাড়া তিনি বিখ্যাত ফ্যাশন ব্রান্ড সাচ এবং চীনের গুচ্চি ও জি কিউ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
রিন তার অবেদনময়ী কবিতা ও যৌন উত্তেজনাকার ছবির জন্য বিভিন্নভাবে সমালোচিত হলেও অল্প সময়ের মধ্যেই অসংখ্য তরুণ-তরুণীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালবাসা নামক একটি কবিতা প্রকাশ করেন তিনি। যেটি বেশ জনপ্রিয়তা লাভ করে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি একাকী ২০টি এবং যৌথভাবে ৭০টি মঞ্চনাটকে অংশ নেন। চলতি সপ্তাহে তার বেশকিছু মনোগ্রাফ প্রকাশ হওয়ার কথা ছিল। এছাড়া,ইতোমধ্যে তার লেখা নতুন একটি বইয়ের মোড়ক উন্মোচন হওয়ারও কথা রয়েছে।

চলতি সপ্তাহে আমস্টারডাম গ্যালারিতে একটি প্রদর্শনী উদ্বোধন করা হয়। যেখানে রিনের বেশ কয়েকটি ছবিও রয়েছে।