যুক্তরাষ্ট্রে বাগদা চিংড়ির ব্র্যান্ডিংয়ের আহ্বান
অনলাইন ডেক্স:
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বাগদা চিংড়ির ‘ব্র্যান্ডিং’ করতে প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। বুধবার নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, হিমায়িত মাছ বিশেষ করে ‘ব্ল্যাক টাইগার’ খ্যাত বাগদা চিংড়ি ও চিংড়িজাত পণ্যের বাজার সম্প্রসারণে আরও তৎপর হতে হবে।বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ সব ধরনের বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগে পাশাপাশি দেশে বিনিয়োগ আকর্ষণে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ীরা ছাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার বস্টনের ‘সি ফোড এক্সপো নর্থ আমেরিকা’ শীর্ষক প্রদর্শনী ও সোমবার ‘ডায়ালগ অ্যান্ড ব্রেকফাস্ট মিটিং বিটুইন ইউএস সি ফোড ইম্পোর্টার্স অ্যান্ড বাংলাদেশ ডেলিগেশন’ শীর্ষক সেমিনারে অংশ নেন বাণিজ্য সচিব ।বস্টনের একটি বহুজাতিক ট্রেড শো’তেও অংশ নেন তিনি। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন চেইন শপের তথ্যকেন্দ্রে বাংলাদেশি পোশাকের প্রচার বাড়াতে প্রবাসীদের অনুরোধ জানান। তিনি বলেন, “অনেক সস্তায় আরও ভালো মানের কাপড় বাংলাদেশেই তৈরি হচ্ছে তা ইনফরমেশন সেন্টারগুলোতে লেখেন। আমাদের তৈরি পোশাক নিয়ে মার্কিন মুল্লুকে যে নেতিবাচক প্রচারণা রয়েছে, তা যে সত্য নয় তাও জানিয়ে দিন।”

নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে বাণিজ্য সচিবের সঙ্গে সভায় প্রবাসী ব্যবসায়ী নেতারা।
বাণিজ্য সচিব রোববার (৬ মার্চ) ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট টুয়ার্ডস মিডল ইনকাম স্ট্যাটাস’ শীর্ষক সেমিনারেও বক্তব্য রাখেন। ‘ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ আয়োজিত সেমিনারে তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র ও বিরূপ সমালোচনা স্বত্বেও আমাদের পণ্য গুণগত মান ও শ্রমিক স্বার্থ রক্ষা করেই আন্তর্জাতিক বাজারে তার চাহিদা বাড়িয়ে চলেছে। “দেশের রপ্তানিকারকরা আন্তর্জাতিক প্রদর্শনীগুলোতে অংশ নিয়ে গার্মেন্টস ও হিমায়িত মৎস্য পণ্যের রপ্তানি বাড়াচ্ছে। বিদেশিরা আমাদের পণ্যে আকৃষ্ট হচ্ছে।” ক্যামব্রিজ কম্যুনিটি হলে আয়োজিত এ সেমিনারে ড. নুরল আমান, ড. আব্দুল্লাহ শিবলী ও ড. আবু জালাল টেকসই উন্নয়ন নিয়ে তাদের গবেষণালব্ধ বক্তব্য তুলে ধরেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রপ্তানি) ওবায়দুল আজম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ডিজি সৈয়দ আরিফ আজাদ, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলার এস কে আখতার হোসেন, বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা ও বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাঊন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক। ইকবাল ইউসুফের সঞ্চালনায় এতে প্রবাসীদের মধ্যে ড. জাহাঙ্গীর সুলতান, রুমী শিবলী, সৈয়দ নুরুজ্জামান, শহীদুল ইসলাম প্রিন্স, নোমান চৌধুরী, সাজ্জাদ আলী, সালাউদ্দিন চৌধুরী, আব্দুর রাজ্জাক, তপন চৌধুরী, নুর হোসেন, আবু কাউসার, রকিবুল চৌধুরী ও জিয়াউল হাসান বক্তব্য রাখেন।
সুত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।