বর্ষবরণ অনুষ্ঠান পুরোপুরি বন্ধ চায় ওলামা লীগ
অনলাইনডেক্স:
পহেলা বৈশাখের অনুষ্ঠানে কড়াকড়ি আরোপের জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছে ওলামা লীগ। একই সঙ্গে বর্ষবরণের অনুষ্ঠান পুরোপুরি বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওলামা লীগ এ দাবি জানায়। আর প্রথমবারের মতো চালু হওয়া বৈশাখী উৎসব ভাতা বাদ দিয়ে ঈদ-ই মিলাদুন্নবিতে উৎসব ভাতা দেয়ারও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পহেলা বৈশাখের নামে চারুকলার গাঁজাখোর মিডিয়া ও পুঁজিবাদী বেনিয়াগোষ্ঠি বাণিজ্য করছে। ওদের শোষণ থেকে জনগণকে বাঁচাতে হবে।’ পহেলা বৈশাখ মুসলমানদের ‘ইসলামহীন’ করার ‘অপতৎপরতা’ বলেও মন্তব্য করেছে ওলামা লীগ। মানববন্ধনে ‘জাতীয় শিক্ষানীতিকে ইসলামবিদ্বেষী’ অ্যাখ্যা দিয়ে বলা হয়, ‘শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের কাঁধে চড়ে তার নাস্তিক্যবাদী শিক্ষা দর্শন ৯৮ ভাগ মুসলমানের ওপর চাপিয়ে দিচ্ছে।’ ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আওয়ামী লীগ ‘সমর্থিত’ সমমনা ১৩টি ইসলামিক সংগঠন এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
সত্র:যুগান্তর