বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নেন বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে অভিনন্দন।
ঢাকা বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কক্সবাজারের পেকুয়ার টৈটং সরকারী প্রাথমিক বিদ্যালয় দল এবং সিলেটের জৈন্তাপুরের কামরাঙ্গি সরকারী প্রাথমিক বিদ্যালয় দল। খেলার নির্ধারিত ৫০ মিনিটে ১-১ গোলে ড্র ছিল। পরে ট্রাইবেকারে ৪-৪ গোল করে সমতায় থেকে যায় উভয় দল। এরপর সাডেন ডেথ গোলে টৈটং সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে সিলেটের কামরাঙ্গি সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।