প্রতিবাদ
নুরউদ্দিন খান
তারুণ্যের সাথে হে ক্ষুধার্ত
যদি এক বিন্দু রক্তকণিকা দেহে থাকে
তবুও জেগে উঠো নির্যাতিত
ভেবোনা তোমরা একা নিঃসম্বল,
জাগিয়ে তোলো তোমাদের চেতনা।
চেয়ে দেখ! তোমাদের জায়া জননী আজ নির্যাতিত
তোমার আদরের নিষ্পাপ খোকামনি
সাগরে লাশ হয়ে দিচ্ছে পাড়ি
বন্দ করে দিচ্ছে তার কণ্ঠ স্বর।
জ্বালায়ে ছারখার করে দিচ্ছে সুখের নীড়
পাহারে বনে জঙ্গলে থরেবিথরে সমুদ্রে ভেসে যাচ্ছে কতো আদর মাখা তরু-তাজা লাশ
আর কতো ধৈর্য ধরে থাকবা বলো বিশ্ব সভ্যতা
হবে কি এ পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ?
দেশহারা জনতা ফিরে দাঁড়াও প্রতিবাদ কর
দিওনা আর পাড়ি জম্মভূমি ছাড়ি
যুদ্ধ কর জালিমের বিরুদ্ধে যেমন করেছি উন্নিশত একাত্তরে।