নতুন রাজনৈতিক দল ‘ট্রুথ পার্টি’
ট্রুথ পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য গোলাম হাবিবকে চেয়ারম্যান ও এনডিএম’র সাবেক মহাসচিব এবং জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী মহাসচিব হিসেবে নতুন এই দলের নেতৃত্বে থাকছেন।
আজ বুধবার সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নতুন এই দলের আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।
আত্মপ্রকাশের পর পার্টির চেয়ারম্যান গোলাম হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী প্রথম সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৮ সদস্যের নাম ঘোষনা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য পরবর্তীতে জেষ্ঠ্যতার ভিত্তিতে সদস্যেদের মধ্যে দায়-দায়িত্ব বন্টন করা হবে বলে জানিয়েছেন মহাসচিব এ টি এম গোলাম মাওলা চৌধুরী।
দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।