দাম কমছে ইন্টারনেটের
ইন্টারনেটের দাম কমানোর দাবি দীর্ঘ দিনের। শিগগিরই এই দাবি পূরণ হতে যাচ্ছে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম ইন্টারনেটের দাম কমানোর আশ্বাস দিয়েছেন।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে ইন্টার নেটের দাম কমানো হচ্ছে।
এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন তারানা হালিম।
বৈঠকের পর তারানা হালিম সাংবাদিকদের বলেন, ‘আমি ভ্যাট ট্যাক্স ও রাজস্ব ভাগাভাগি করে, ছাড় দিয়ে হলেও দাম কমাবো। আমি দু-একদিনের মধ্যে এ বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীকে চিঠি দেব। যেভাবেই হোক দাম কমাবো।