আমাকে আর পাবেনা
তানজিলা রহমান মৌ
গোলাপের পাপড়ির মতো যেদিন ঝড়ে যাবো
বুঝবে সেদিন কি ছিলাম!
পাগল হয়ে সেদিন খুজবে তুমি,কিন্তু…
আমাকে আর পাবেনা গো আমাকে আর পাবেনা।
হেমন্তের বাতাস যখন শীত আগমনী বার্তা দিয়ে যাবে
তুমি না চাইতেও তোমার ওই মন আমাকে আহ্লাদ জানাবে,
ঠিক তখন আমার একটু পরশ পেতে আমাকে খুজবে, কিন্তু…
আমাকে আর পাবেনা গো আমাকে আর পাবেনা।
গোধূলীর বেলায় যখন সূর্য অস্ত যেতে দেখবে-
তোমার ওই মন আমাতে হারাতে চাইবে,
তখন অবুঝের মতো চাইবে তুমি আমাকে, কিন্তু…
আমাকে আর পাবেনা গো আমাকে আর পাবেনা।
শরতের কাশফুল যখন বাতাসে ঢেউ খেলে যাবে
মায়াবী মুখ-খানা তখন এবুকে লুকোতে চাইবে,
দিশেহারা হয়ে এবুকের গুপ্ত স্থানটা খুজবে, কিন্তু…
আমাকে আর পাবেনা গো আমাকে আর পাবেনা।